Home / সারাদেশ / ময়মনসিংহ / ভালুকায় বাস চাপায় নিহত ১ বাসে আগুন

ভালুকায় বাস চাপায় নিহত ১ বাসে আগুন

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মল্লিকবাড়ি মোড় নামকস্থানে রবিবার দুপুরে ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি বাস চাপা দিলে সুনিল (৪০) নামে এক মিল শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয় । এ ঘটনার জেরে উত্তেজিত জনতা এনা পরিবহনের অপর একটি বাস আগুনে পুড়িয়ে দেয় ।
স্থানীয় সূত্রে জানাযায় , ঘটনার সময় ওই স্থান দিয়ে রাস্তা পার হতে গিয়ে এনা পরিবহনের একটি বাস নেত্রকোনা জেলার মদন থানার সুনিলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান । এ ঘটনায় স্থানীয় জনতা অপর একটি এনা পরিবহনের বাস ( ঢাকা মেট্রো ব -১১-৭২৭৩) আগুনে পুড়িয়ে ফেলে । খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে । নিহত সুনিল উপজেলার মামারিশপুরস্থ প্রভিটা ফিড মিলে ঝাড়–দার হিসাবে কাজ করত । পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে ।
ভালুকা মডেল থানা ওসি ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পাবলিকের পুড়িয়ে ফেলা বাসটিকে থানায় নিয়ে আসা হয়েছে।

Check Also

ভালুকায় জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা

ভালুকায় জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা ভালুকা প্রতিনিধি: ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে …

Leave a Reply