Home / জীবন ধারা / SAAM এর ঈদবস্ত্র বিতরণ

SAAM এর ঈদবস্ত্র বিতরণ

খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার মতো সুবিধা বঞ্চিত যে সকল শিশুদেরকে আমরা পথশিশু বলে থাকি, সেই সুবিধা বঞ্চিত শিশূদের মাঝে ঈদ আনন্দে অংশিদার করতে মাদক বিরোধী সংগঠন, সোসাইটি ফর এন্টি এডিকশন মুভমেন্ট স্যাম এর উদ্যোগে ঢাকার ১৩ টি স্থানে ৮৬০ জন পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয় ৭ ‍ও ৮ই জুন। SAAM এর সভাপতি অধ্যাপক ডা. এম এ বাকীর উদ্যোগ ও বিজিএমইএ এর সভাপতি স্যাম এর সাধারণ সম্পাদক মো: সিদ্দিকুর রহমানের সহযোগিতায় ২০১৩ সাল থেকে স্যাম পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করে আসছে। গত ৭ জুন শাহজাহানপুর, মালিবাগ, খিলগাঁও, এজিবি কলোনী, মতিঝিল হাসপাতাল জোন ও কমলাপুর এলাকায় ঈদবস্ত্র বিতরণ করে স্যাম। ৮ ই জুন গোপিবাগ, সদরঘাট, গেন্ডারিয়া, দয়াগঞ্জ, সিটিপল্লী, মুগদা ও চাঁনখারপুলে ঈদবস্ত্র বিতরণ করে স্যাম সদস্যবৃন্দ।
আগামী শনিবার থেকে গাইবান্ধার চর এলাকা ও কুড়িগ্রামের চর এলাকায় ঈদবস্ত্র ঈদ সামগ্রী বিতরণ করবে সোসাইটি ফর এন্টি এডিকশন মুভমেন্ট SAAM।

Check Also

মৌলিক চাহিদা সংকটে পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠী

  জাহান আশরাফ, স্পেশাল করেসপন্ডেন্ট : যাযাবর শ্রেণীর অন্যতম একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে সম্প্রদায়। …

Leave a Reply