Breaking News
Home / সারাদেশ / ময়মনসিংহ / হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ

হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ

 

ভালুকা (ময়মনসিংহ)  : ময়মনসিংহের ভালুকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হত দরিদ্র লোকের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করেছেন হাজী বেলাল ফকির।
বৃহস্পতিবার (৭ জুন) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাঁশর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাজ সেবক হাজী বেলাল ফকির প্রায় ২ হাজার হত দরিদ্র লোকের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করেছেন।
এর আগে মঙ্গলবার ও বুধবার দুপুরে উপজেলার হরিবাড়ী ইউনিয়নের গতিয়ার বাজার, গাংগাটিয়া ও পাড়াগাঁও গ্রামে ১ হাজার হতদরিদ্রদের মাঝে ৫ কেজি করে ৫ হাজার কেজি চাল এবং মঙ্গলবার দুপুরে কাশর গ্রামে ১ হাজার হতদরিদ্রদের মাঝে ৫ কেজি করে ৫ হাজার কেজি চাল বিতরণ করেন ।
এ ছাড়াও গত ২ জুন খন্দকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ও মনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলাল ফকির ৮ শতাধিক হতদরিদ্রের মাঝে চাল বিতরণ করেন। বেলাল ফকির জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ নং হবিরবাড়ী ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ৪০ টন চাল ক্রয় করেছেন। পর্যায় ক্রমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ওই চাল বিতরণ করা হবে।

 

Check Also

ভালুকায় এক পোশাক শ্রমিকের শ্লীলতাহানীর চেষ্টার অভিযাগে আটক ১

ভালুকায় এক পোশাক শ্রমিকের শ্লীলতাহানীর চেষ্টার অভিযাগে আটক ১ ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকায় এক …

Leave a Reply