Home / সাহিত্য / কবিতা

কবিতা

খুঁজি তোমায়_সফিউল্লাহ আনসারী

তোমায় নিয়ে স্বপ্ন দেখা
খুঁজি মনের মিল,
দু’চোখ জুড়ে কত্তো স্বপন
আনন্দ ঝিলমিল!
.
খোলে রাখো গোপন ঘরের
দরোজা আঁটা খিল,
মাথার ভেতর তুমি তুমি
করছে যে কিলবিল!
.
ভাগ্যলেখা যায়না দেখা
লাল নাকী তা নীল,
মত্ত এ মন কত্তো যে চায়
তোমার নরোম দিল!
.
আতরমাখা রুমাল দেবো
দেবো হৃদয় বিল,
দু’জন মিলে মনের ঝিলে
হবোই তো গাঙচিল!

Check Also

জাতির পিতা _ মোহাম্মদ আশরাফুল আলম(রতন)

জাতির পিতা মোহাম্মদ আশরাফুল আলম(রতন) চোখের জলে ভাসছে স্মৃতি মহান নেতার স্মরণে, বুক ভেঙ্গে যায় …