Home / সারাদেশ / বরিশাল / সো-প্রকল্পের চেন্জ মেকারগণ গর্ভবর্তী মায়েদের পরামর্শ দেয়ার খোঁজে

সো-প্রকল্পের চেন্জ মেকারগণ গর্ভবর্তী মায়েদের পরামর্শ দেয়ার খোঁজে

এম আর অভিঃ আদ্ব-দীন ওয়েল ফেয়ার সেন্টারের সো-প্রকল্পের চেন্জ মেকারগণ গর্ভবর্তী মায়েদের নিরাপদ মার্তৃত্ব এর বিষয় তাদের খোঁজ খবর নিতে এবং পরামর্শ দিতে বরগুনা পৌর-শহরের ৩নং ওয়ার্ডের সিপেরখাল এলাকা পরিদর্শন করেন । গতকাল সকালে পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সো-প্রকল্পের চেন্জ মেকার বরগুনা প্রেস কাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ ,বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের বরগুনা শাখার সভাপতি মাহবুবুর রহমান অভি, আদ্ব-দীন ওয়েল ফেয়ার সেন্টারের সো-প্রকল্পের জাকির হোসেন ,রাকিব হোসেন , হাওয়া খানম, খাদিজা বেগম প্রমূখ। এ সময় গর্ভবর্তী মায়েদের মাঝে ডিম ও কলা বিতরণ করা হয়।

Check Also

ভালুকায় গোসল করতে নেমে পানিতে ডুবে ১জনের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গোসল করতে নেমে পানিতে ডুবে ১জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১অক্টোবর) …

Leave a Reply