Breaking News
Home / সাহিত্য / আমারবাংলা ভার্চুয়াল সংখ্যা -২০২০ / মুজাহিদুল ইসলাম নাজিম’র কবিতা

মুজাহিদুল ইসলাম নাজিম’র কবিতা

তুমি চাইলেই নির্মাণ হতো একটি পৃথিবী

বেঁচে যেতো প্রাণ,নেচে উঠতো রুহের জগৎ চাইলেই হয়ে উঠতো অনাবিল পথচলা। স্বার্থের টানে-বেদনার তানে ভরে উঠলো প্রেমপাড়া। সুখ সে তো নয় কারো পৈতৃক ভিটা হলেও হতেপারে অগ্নির ছিটা। আমি চাই বলেই তোমার পথ এতোটা মসৃণ! ভেবে দেখো,পরিশোধ করবে কি না আমার দেয়া ঋণ।

Check Also

ভালুকায় কবিতা আড্ডা ও নতুন বইয়ের পাঠ উন্মোচন

  ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় কলম কবিতা আড্ডা ও নতুন বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠিত। …