Breaking News

মেহেদী ইকবাল’র কবিতা

লক ডাউন
তোমাদের শহরে আজ রোগী পাওয়া গেছে করোনার তোমাদের শহরকে তাই করা হয়েছে লক ডাউন! শহরের প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট এখন আর কেউ ঢুকতে পারবে না তোমাদের শহওে তোমাদের শহর থেকে কেউ আর পারবে না বেরুতেও! জেলখানার কয়েদীরা এতোদিনে জেনে গেছে লক ডাউনের কথা ওরা হয়তো ভাবছে বসে বসে, অপরাধ না করেও কেন সবাই নিচ্ছে স্বাদ কারাবাসের? অপরাধের প্রসঙ্গ যদি আসে, তাহলে আমাদের যেতে হবে যাদুঘর বলতে হবে বিলুপ্ত হয়ে যাওয়া আর বিলুপ্তপ্রায় পাখি আর প্রাণীদের কথা একদা যেখানে ছিলো নদী সেখানে কেন আজ মরুর তপ্ততা? কোথায় বনভূমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কোথায় শতবর্ষী গাছ? ক্লোরো ফ্লোরো কার্বণে ছেয়ে যাওয়া আকাশ, স্বচ্ছন্দ বিহার আল্ট্রাভায়োলেটের বাতাসে বেড়াচ্ছে ঘুরে সীসা আর পরমাণু কণা উঁচু কিছু ভবন আর সীমিত কিছু প্রযুক্তি নিয়ে আমরা বড়াই করি সভ্যতার! অথচ আমাদের ইতিহাসে কত হানাহানি, কত রক্তপাত, কত নিষ্ঠুরতা ইতিহাসের পৃষ্ঠা জুড়ে কত জঘন্য নজির বর্বরতার! প্রকৃতি রুষ্ট আজ, প্রাণঘাতী ভাইরাস জন্ম নিয়েছে আজ আমাদেরই পাপে ওহে জেলখানার কয়েদী, অপরাধ আমরা কি করেছি কম? তোমাদের শহরে আজ রোগী পাওয়া গেছে করোনার তোমাদের শহরকে তাই করা হয়েছে লক ডাউন! এখন আর কেউ ঢুকতে পারবে না তোমাদের শহওে অথচ দ্যাখো, চারপাশ থেকে পাখিরা ঠিকই উড়ে যাচ্ছে তোমাদের আকাশে ফুলের সুবাস নিয়ে ঢুকে পড়ছে হাওয়া, শীর্ণকায় যে নদী বয়ে যাচ্ছে শহরের পাশ দিয়ে, সেও কিন্তু মানছে না লক ডাউন সেও আজ উজাড় করে চাইছে দিতে অক্সিজেন আর ঐযে দ্যাখো পাতার আড়াল থেকে উঁকি দিচ্ছে চাঁদ সেও কিন্তু মায়ের মমতা নিয়ে ঢুকে পড়ছে তোমাদের মহল্লায়! লক ডাউনের দিনগুলোতে এসো আমরা অনুতপ্ত হই এসো একটু ভেবে দেখি, কত অপরাধ করেছি আমরা প্রকৃতির সাথে! এসো আমরা করজোড়ে ক্ষমা চাই প্রকৃতির কাছে। কত উদার আর কোমল, কত সুন্দর আমাদের এই প্রকৃতি! পরম হিতৈষী আর শুভাকাঙ্ক্ষী মানুষের কখনও সরায় না হাত শুশ্রুষা আর ভালোবাসার!

Check Also

ভালুকায় কবিতা আড্ডা ও নতুন বইয়ের পাঠ উন্মোচন

  ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় কলম কবিতা আড্ডা ও নতুন বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠিত। …