Breaking News

হুমায়ুন কবির’র কবিতা

তিলোত্তমা
কৃষ্ণ চূড়ার আবির রংয়ে আকুল হয়ে মন চাইছে তোমায় একটি কথা বলতে সারাক্ষণ তুমি রূপসী তুমি ষোড়সী ধরনীর বুকে বিস্ময় তুমি জানে গো বিশ্ববাসী অপরূপ রূপে সেজে যাও গো মুচকি মুচকি হেসে কত কবিতায় কত গানের সুরে বয়ছ তুমি ভেসে তব মুচকি হাসি তুলে হিয়ায় উতাল পাতাল ঢেউ তুমি শুধু তা জেনে রেখ হে আর না জানে কেউ এতো রূপ এতো সৌন্দর্য কোথা পেলে তুমি ধরনীর বুকে এতো সব সৌন্দর্য যে দিক তাকাই সেদিকে দেখি সবুজের বুকে মিশে আছে যেন আবির।

Check Also

ভালুকায় কবিতা আড্ডা ও নতুন বইয়ের পাঠ উন্মোচন

  ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় কলম কবিতা আড্ডা ও নতুন বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠিত। …