Breaking News

সোহেল আহমেদ

বর্ষা বন্দনা

বর্ষা আমার ভালোবাসা, দৃষ্টি আমার বৃষ্টিতে বৃষ্টি নুপুর, ছন্দ মুকুর, অপরূপ এক সৃষ্টিতে
পদ্মপুকুর যৌবনা কদমফুলও মৌবনা
বর্ষা গাঁথা মন-মগজে, বাঙালি এ কৃষ্টিতে।
[এমন দিনেই এটা বলা যায়]

Check Also

ভালুকায় কবিতা আড্ডা ও নতুন বইয়ের পাঠ উন্মোচন

  ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় কলম কবিতা আড্ডা ও নতুন বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠিত। …