Home / সাহিত্য / আমারবাংলা ভার্চুয়াল সংখ্যা -২০২০ / মুজাহিদুল ইসলাম নাজিম’র কবিতা

মুজাহিদুল ইসলাম নাজিম’র কবিতা

তুমি চাইলেই নির্মাণ হতো একটি পৃথিবী

বেঁচে যেতো প্রাণ,নেচে উঠতো রুহের জগৎ চাইলেই হয়ে উঠতো অনাবিল পথচলা। স্বার্থের টানে-বেদনার তানে ভরে উঠলো প্রেমপাড়া। সুখ সে তো নয় কারো পৈতৃক ভিটা হলেও হতেপারে অগ্নির ছিটা। আমি চাই বলেই তোমার পথ এতোটা মসৃণ! ভেবে দেখো,পরিশোধ করবে কি না আমার দেয়া ঋণ।

Check Also

কাঁশবনে মন_ সফিউল্লাহ আনসারী

  তোমার যতো ধবধবে রং রাঙিয়ে দিতে আমায় দিও, কাশবনের হাওয়ায় তুমুল ভাবনাতে মেঘ ভরিয়ে …