Home / সারাদেশ / ময়মনসিংহ / ময়মনসিংহের ভালুকায় বনবিভাগের সারাশি অভিযানে ৫টি অবৈধ করাতকল উচ্ছেদ 

ময়মনসিংহের ভালুকায় বনবিভাগের সারাশি অভিযানে ৫টি অবৈধ করাতকল উচ্ছেদ 

ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী কাঁশর এলাকায় বনবিভাগ সারাশি অভিযান চালিয়ে ৫টি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে। জানাযায়  (২৯ আগস্ট) শনিবার সকালে ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেনের  নেতৃত্বে কাঁশর এলাকার ০১। আতিক মাষ্টার (৪৫) ০২। ওয়াহাব বেপারী  (৫০) ৩। তোতা মিয়া (৪০)  ৪। আলাল মিয়া (৪০) ৫। সাইদুর রহমান (৪৫) এদের করাতকলে অভিযান চালিয়ে ৫ টি করাতকল উচ্ছেদ করা হয় এসময় করাত কল চালানোর বেল্ট,চে-করাত সহ বেশ কিছু মালামাল জব্দ করা হয়।
উচ্ছেদ অভিযানে  হবিরবাড়ী বিট কর্মকর্তা মোঃ দেওয়ান আলী ও মল্লিকবাড়ী বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ হবিরবাড়ী বিট ও হাজির বাজার ক্যাম্পের সকল ষ্টাফ অংশ নেন। হবিরবাড়ী বিট কর্মকর্তা মোঃ দেওয়ান আলী জানান সকল অবৈধ করাতকলে উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে, আজকের অভিযানে উচ্ছেদ হওয়া মিল মালিকদের বিরোদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।

Check Also

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনসহ নিহত ৭

অনলাইন ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো …