Home / সারাবাংলা / ভালুকায় হিজরি নববর্ষ উপলক্ষে  আলোচনা ও কোরআন বিতরন 

ভালুকায় হিজরি নববর্ষ উপলক্ষে  আলোচনা ও কোরআন বিতরন 

ভালুকায় হিজরি নববর্ষ উপলক্ষে
আলোচনা ও কোরআন বিতরন
ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি: য়মনসিংহের ভালুকায় হিজরি নববর্ষ উপলক্ষে আলোচনা ও কোরআন বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০আগষ্ট) সকাল ১১ টায় উপজেলার পাড়াগাঁও (বড়চালা মকবুল হোসেন বায়তুন নূর জামে মসজিদ এর দ্বিতীয় তলায়)  স্থানীয় তিনটি মাদরাসার শিক্ষার্থী ও সাধারণ মুসুল্লিদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ ও হিজরি নববর্ষ সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়।
কবি -সাংবাদিক সফিউল্লাহ আনসারীর সভাপতিত্বে, মসজিদ কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম,  কমিটির সাধারণ সম্পাদক মোঃ শারফুল ইসলাম, ক্যাশিয়ার নাছির উদ্দিন,সমাজ সেবক আব্দুল মতিন সরকার,ডা.রফিকুল ইসলাম,  শ্রমিকলীগ নেতা জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ ইউনিয়ন কমিটির যুগ্ম সম্পাদক মোঃসাইফুল ইসলাম, ইউনিয়নম ছাত্র নেতা মুহাম্মাদ শাকিব খান বক্তব্য রাখেন।
স্বেচ্ছাসেবী সংগঠন আল-কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে হিজরি  নববর্ষ ১৪৪২ এ  সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিব জিহাদীর পরিচালনায়- এ সময়
উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন সুমন, আব্দুল্লাহ আনছারী আকরাম, আমিনুল ইসলাম রাসেল, আকরাম কুমার, ইমরান মোল্লা, নাঈম হাসান, সদস্য শরিফ কুমার,নাফিউল হক,নাঈম পাঠান, নাঈম হাসান,নকিব,রতন ফকির,আবু বকর সিদ্দিক, নাহিদ,জুবান জসিম প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতীর কল্যাণে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন, মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদ।

Check Also

ভালুকায় বিশ্ব নদী দিবসে র্র্যালী আলোচনা সভা

  ভালুকা (মময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত …