Home / শিক্ষা / ভালুকায় নন এমপিওভূক্ত শিক্ষকদের মাঝে চেক বিতরণ

ভালুকায় নন এমপিওভূক্ত শিক্ষকদের মাঝে চেক বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নন এম পি.ও কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইসচেয়ারম্যান ড. সেলিনা রশিদ।
অনুষ্ঠানে ভালুকায় অবস্থিত বিভিন্ন নন এম পি.ও কারিগরি, মাদ্রাসা ও সতন্ত্র এবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ৩শত শিক্ষক কর্মচারীদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত বিশেষ অনুদানের ১৪লাখ ৫০হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Check Also

ভালুকায় ৪ তলা বিশিষ্ট মাদরাসা  ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকায় ৪তলা বিশিষ্ট মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সাংসদ আলহাজ …