পিকাপ চাপায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় পিকআপ চাপায় শরীফুল নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। গেলো রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ীর এস.আই আশরাফুল আলম জানান, রোববার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার জামিরদিয়া এলাকায় স্থানীয় পি.এ নীট গার্মেন্টসের শ্রমিক শরীফুলকে একটি পিকআপ চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত শরীফুল ত্রিশাল উপজেলার বর্মা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।