Breaking News
Home / জীবন ধারা / কভিড ১৯_- করোনা-২০২০ / একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড

একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং রেকর্ড সংখ্যক ৩ হাজার ১৭১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড।
গতকাল সোমবারও একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল। ওইদিনও ৪২ জন করোনা আক্রান্ত হয়ে মারা যায়। এছাড়া
গতকালের চেয়ে আজ মঙ্গলবার ৪৩৬ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল শনাক্ত হয়েছিলেন ২,৭৩৫ জন।
এই পর্যন্ত এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৭৫ জনে। এ দিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৭১ হাজার ৬৭৫ জন রোগী রয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Check Also

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু

  অনলাইন ডেস্ক- করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে …