Home / শিক্ষা / ভালুকায় ৪ তলা বিশিষ্ট মাদরাসা  ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

ভালুকায় ৪ তলা বিশিষ্ট মাদরাসা  ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকায় ৪তলা বিশিষ্ট মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সাংসদ আলহাজ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। শনিবার দুপুরে উপজেলার কাচিনা ইউনিয়নের তালাব হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার ৪তলা ভবনের ওই ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।
ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। তাঁর প্রধানমন্ত্রিত্বকালে দেশের শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন সাধিত হয়েছে। বিশেষ করে তিনি অবহেলিত মাদরাসা শিক্ষা ব্যবস্থার প্রতি বিশেষ নজর দিয়েছেন।’
এসময় তিনি করোনা প্ররিস্থিতিতে ভালুকাবাসীকে স্বাস্থবিধি মেনে চলার জন্য বিষেশ ভাবে আহবান জানান।

Check Also

করোনায় ননএমপিও শিক্ষকদের জন্য সাড়ে ৪৬ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | করোনাকালে লক্ষাধিক নন এমপিও শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিতরণের জন্য জরুরি ৪৬ কোটি ৬৩ লাখ টাকা …