Home / নগর জীবন / শহর ছেড়ে গ্রামে না যাওয়ার অনুরোধ স্বাস্থ্য অধিদফতরের

শহর ছেড়ে গ্রামে না যাওয়ার অনুরোধ স্বাস্থ্য অধিদফতরের

 

অনলাইন ডেস্ক- শহর ছেড়ে গ্রামে না যাওয়ার অনুরোধ স্বাস্থ্য অধিদফতরের
ঈদের ছুটিতে শহরবাসীকে গ্রামে না যাওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তারা বলছে, গ্রামে গেলে করোনার ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। তাই যে যেখানে আছেন, তিনি সেখানেই অবস্থান করুন।

শুক্রবার (২২ মে) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে শহর ছেড়ে গ্রামে না যাওয়ার অনুরোধ জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে। করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধাবস্থা এবং সবাইকে লড়াইয়ের মানসিকতা ধারণ করতে হবে।

নাসিমা সুলতানা বলেন, যে প্রিয় আত্মীয়-স্বজনের সঙ্গে মিলিত হওয়ার জন্য শহর থেকে গ্রামে যেতে চাচ্ছেন, আপনার কারণে সেই প্রিয়জন না ঝুঁকিতে পড়েন। তাই যে যেখানে আছেন, সেখানেই অবস্থান করুন। শহর থেকে গ্রামের দিকে যাবেন না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি মন্ত্রণালয় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানুষের জন্য কাজ করতে গিয়ে অনেক চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাংবাদিকসহ অনেকেই অসুস্থ হয়েছেন এবং মারাও গেছেন। অনুগ্রহ করে আপনার আমাদের সহযোগিতা করুন। সরকারেরর সব নির্দেশনা মেনে চলুন এবং চলাচল বন্ধ করুন। নিজে সুস্থ থাকুন এবং প্রিয়জনকে সুস্থ রাখুন।

Check Also

ঈদের জামাতে ডিএমপির ১৪ নির্দেশনা

অনলাইন ডেস্ক -প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে ঈদগাহ বা উন্মুক্ত স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত …