Home / সারাদেশ / ময়মনসিংহ / ভালুকায় মার্কেট ও বাসা ভাড়া ৬ লাখ ৩০ হাজার টাকা মওকুফ করলেন মার্কেট মালিক তোতা

ভালুকায় মার্কেট ও বাসা ভাড়া ৬ লাখ ৩০ হাজার টাকা মওকুফ করলেন মার্কেট মালিক তোতা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় এক মাসের দোকান ও বাসা ভাড়া মওকুফ করলেন স্থানীয় আল মদিনা শপিং কমপ্লেক্স এর মালিক সৌদি প্রবাসী মোঃ নিয়াজ মোর্শেদ তোতা।
করোনা ভাইরাসের প্রভাবে মার্কেট বন্ধ। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এমন অবস্থায় তার আল মদিনা শপিং কমপ্লেক্স ও একটি পাঁচ তলা এবং চারটি সাধারণ বাসার ভাড়া মওকুফ করে দেন দীর্ঘদিন সৌদি আরবে থাকা প্রবাসী সমাজ সেবক দানবীর মোঃ নিয়াজ মোর্শেদ তোতা। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সিডস্টোর বাজারের প্রাণ কেন্দ্রে আল মদিনা শপিং কমপ্লেক্স অবস্থিত।
হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেক লীগের সাধারণ সম্পাদক ও আল মদিনা শপিং কমপ্লেক্স এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, আমার কাকা এলাকার কথা চিন্তা করে এই আল মদিনা শপিং কমপ্লেক্স গড়ে তুলেছেন। এই মার্কেটের ব্যবসায়ীদের সুখে দুঃখে তিনি সব সময় পাশে থাকেন। করোনার এই মহা মারিতে এই মার্কেটের ১৩০ জন ব্যবসায়ীর এপ্রিল মাসের ভাড়া ৩ লাখ টাকা ৫০ হাজার এবং একটি পাঁচ তলা ও চারটি সাধারণ বাড়ির ২ লাখ ৮০ হাজার টাকা ভাড়া মওকুফ করে দেন। আমি আশা করি, ভালুকার অন্য দোকান মালিকগণও এ দুঃসময়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়াবেন। আমি দোকান মালিকদের ভাড়া মওকুফের আহ্বান জানাই।
আল মদিনা শপিং কমপ্লেক্স এর ব্যবসায়ী সমিতির সভাপতি মাহমুদুল হাসান রাসেল মৃধা জানান, আমাদের মার্কেটের মালিক দেশে না থাকলেও আমাদের বর্তমান অবস্থা অনুধাবন করে দোকান ভাড়া মওকুফ করে দেয়ায় উনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভাড়া মওকুফের এ ঘোষণাকে সাধুবাদ জানিয়ে হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু বলেন, করোনা মহামারির এসময়ে ভাড়া মওকুফের ঘোষণাটি একটি মহান সিদ্ধান্ত। আমি হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উনাকে সাধুবাদ জানাই এবং মার্কেট মালিক মোঃ নিয়াজ মোর্শেদ তোতা ভাড়া মওকুফের এ ঘোষণা দিয়ে হবিরবাড়ী তথা সারা ভালুকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

Check Also

ভালুকায় অন্ধভিক্ষুককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বকনা বাছুর প্রদান

ভালুকা প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে এক অন্ধ ভিক্ষুককে একটি বকনা …

Leave a Reply