Home / জাতীয় / ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত-৩

ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত-৩

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পণ্যবাহী একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে একটি পিকআপ ভ্যানের চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ি নামক স্থানে।
নিহতরা হলেন- নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার প্রশন্নপুর গ্রামের কাদের ভ্ূঁইয়ার ছেলে মাছ ব্যবসায়ী তাহের মিয়া, পিকআপ চালক তাইজুদ্দিন এবং পিকআপের হেলপার একই উপজেলার ছিয়াদার গ্রামের ওয়াহেদ আলীর ছেলে বাবলু।
স্থানীয়রা জানান, ঢাকাগামী একটি চলন্ত ট্রাককে পেছন দিক থেকে মাছবাহী একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি ওই ট্রাকের ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানটির কেবিনে থাকা চালক, হেলপার ও মাছ ব্যবসায়ীসহ ৩ নিহত হন।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করেছে। নিহতদের মরদেহ পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়েছে।’

Check Also

ভালুকায় জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা

ভালুকায় জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা ভালুকা প্রতিনিধি: ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে …

Leave a Reply