Breaking News
Home / সাহিত্য / পরিবর্তন আসুক_সফিউল্লাহ আনসারী

পরিবর্তন আসুক_সফিউল্লাহ আনসারী

স্বজাতির অবক্ষয়ে চুপ থাকো,
হাসো তার বখে যাওয়ায়; তার অপমানে!
এ কেমন গোত্রপ্রীতি তোমাদের?

আমি লজ্জায় বোবা হয়ে থাকি
ঔদ্ধত্য দেখে দেখে সন্দিহান হয়ে পড়ি
অনাগত কিংবা ভবিষ্যতের
সাহসের কুঁচকে যাওয়া দেখে!

আমিও অপারগ বুঝি
নাকি ওদের দলের পলাতক সদস্য?
অথবা আমার বলার ভাষা কেড়ে নেয়া
হয়েছে কবে থেকেই, শুধু মাত্র
স্রোতে গা ভাসাই না বলে!

উল্লাস করোনা ওহে সময়ের সুবিধাবাদী!
সামগ্রীক চিন্তায় জাগো পরিবর্তনের জন্য
সকলের জন্য ভাবো সভ্যতার বিনির্মানে,
পাশে থাকো আজ এ অসহায়ত্বের দিনে
এর সফল তুমিই পাবে, যে দিনটা খুব কাছেই।

আমি তাদের কথাই বলছি, যারা আমাদেরই লোক,
অথচ আমায় তাচ্ছিল্যে মূলত অস্বীকার করে তারা
কখনো মেনে নেয়, সেটা উপস্থিত স্বার্থ উদ্ধারের জন্যই!

এই যে শুনুন,.. শুধু ওদের দোষবেন না!
আপনার ভুলের মাশুল নিজেই দিয়ে যাচ্ছেন,
ভালো হয়ে যান, সুধরে নিন সময়ের সাথে
ভালো স্বজাতি আদর্শে গড়ে তোলার কাজে
সম্মিলিত উদ্যোগে একাত্ব হোন
সততায়, ব্যাক্তিত্বের স্বকীয়তায়, সুন্দরের পথে…

Check Also

ভালুকায় কবিতা আড্ডা ও নতুন বইয়ের পাঠ উন্মোচন

  ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় কলম কবিতা আড্ডা ও নতুন বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠিত। …

Leave a Reply