Home / বইমেলা-২০১৯ / অমর একুশে বইমেলা-২০১৯ এ প্রকাশিত হয়েছে সফিউল্লাহ আনসারী‌`র `ঢেউয়ের মিনার’

অমর একুশে বইমেলা-২০১৯ এ প্রকাশিত হয়েছে সফিউল্লাহ আনসারী‌`র `ঢেউয়ের মিনার’

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে কবি-ছড়াকার সফিউল্লাহ আনসারী’র একক কাব্যগ্রন্থ ঢেউয়ের মিনার। সোহরাওয়ার্দী উদ্যানের ৬২২-৬২৩ নম্বর স্টল, নন্দিতা প্রকাশে পাওয়া যাচ্ছে ঢেউয়ের মিনার কাব্যগ্রন্থটি। বইটির দাম ধরা হয়েছে ১৬০/- টাকা।
√`
√নন্দিতা প্রকাশ
√প্রকাশক- বিভি রঞ্জন বেপারী
√প্রচ্ছদ-অনুপম কর
√মূল্য-১৬০/-
√স্টল নং ৬২২-৫২৩
বইটি মেলা শুরুর দিন ১ফেব্রুয়ারী থেকে পাওয়া যাচ্ছে। চমৎকার প্রচ্ছদ আর আকর্ষনীয় বাঁধাই বইটিকে দৃষ্টিনন্দন করেছে। ভেতরে কবিতাগুলোতে চমৎকার ও সাবলীল ভাষার প্রয়োগ এবং কবিতার বিষয় নির্বাচন পাঠকের কাছে ভালো লাগবে। সুখপাঠ্য কবিতাগুলোতে পাঠ ডুব দিতে কুন্ঠাবোধ করবেন না।
বইয়ের মা কবিতায় ই চোখের সাথে আটকে যায় মন_ “তুমি আমার মা,আঁধারে আলোর উৎস
চেতনার রশ্মি, নির্ভুল শান্তনায় মমতার প্রমাণ”
আমার বিশ্বাস বইয়ের কবিতাগুলে আপনার ভালো লাগবে। লেখক ও বইয়ের ব্যপক পাঠক প্রিয়তা ও শুভ কামনা করছি।

#বেলা সিকদার
পাঠক_সংবাদকর্মী

Check Also

কাব্যগ্রন্থ ‘ঢেউয়ের মিনার’র মোড়ক উন্মোচন

বিশেষ প্রতিনিধিঃ অমর একুশে গ্রন্থমেলার মোড়ক উন্মোচন মঞ্চে কবি-ছড়াকার-সাংবাদিক সফিউল্লাহ আনসারীর কাব্যগ্রন্থ ‘ঢেউয়ের মিনার’র মোড়ক …

Leave a Reply