Home / সারাদেশ / ময়মনসিংহ / ভালুকা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নিন্দা

ভালুকা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নিন্দা

ভালুকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা ও মারধোরের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ভালুকা আঞ্চলিক কমিটি। এক বিবৃতিতে এসোসিয়েশন সভাপতি ও আনন্দ টিভি’র প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম রফিক সাধারন সম্পাদক ও একুশে টিভি’র প্রতিনিধি এসএম জাহাঙ্গীর আলম বলেন,মঙ্গলবার বিকেলে পেশাগত দায়িত্ব পালন কালে ভালুকা পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মোহনা টিভি’র প্রতিনিধি এস এম শাহজাহান সেলিম,টেলিভিশন এসোসিয়েশন সাধারন সম্পাদক ও একুশে টিভির প্রতিনিধি এসএম জাহাঙ্গীর আলম,এসোসিয়েশন সদস্য ও বাংলা টিভি’র প্রতিনিধি খোরশেদ আলম জীবন,উপজেলা প্রেসক্লাব সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম সহ অপরাপর সাংবাদিকদের উপর দুর্বৃত্তরা নগ্ন ভাবে হামলা চালায় এবং অনেকের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়া হয় যা পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা। এ ঘটনায় এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। মুক্ত সাংবাদিকতার পরিবেশ সৃষ্টিতে সকল দল মতের উর্ধ্বে থেকে সকলকে সহযোগীতার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয় সাংবাদিকরা কোন ব্যাক্তি বা দলের পক্ষে বা বিপক্ষের নয় তারা সকলের জন্যই কাজ করে থাকে। এমতাবস্থায় সকল রাজনৈতিক,সামাজিক,স্বেচ্ছাসেবী ও পেশাজীবি সংগঠনসহ সচেতন মহল ও সুশীল সমাজের সহযোগীতা প্রত্যাশা করা হয়। একই সাথে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তি মুলক ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

Check Also

ভালুকায় জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা

ভালুকায় জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা ভালুকা প্রতিনিধি: ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে …

Leave a Reply