Home / জাতীয় / গণভবনে সংলাপ চলছে বাইরে স্লোগান

গণভবনে সংলাপ চলছে বাইরে স্লোগান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুরু হয় এই সংলাপ। সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে রয়েছেন ড. কামাল হোসেন।

গণভবনের ভিতরে যখন চলছে এই সংলাপ তখন বাইরে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মী-সমর্থকরা দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আজ সন্ধ্যার পর গণভবন এলাকায় অনের হাতে মোমবাতিও দেখা যায়।

জাতীয় ঐক্যফ্রন্টের কর্মী-সমর্থকদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ফেস্টুনে লেখা রয়েছে, ‘জনগণ ভোট দিতে চায়, ভোটাধিকার নিশ্চিত করতে ফলপ্রসূ সংলাপ চাই’, ‘সংবিধান জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাধা নয়’, সংবিধান ওহি নয়, জনগণের জন্যই সংবিধান’।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার পর সংলাপের জন্য গণভবনে পৌঁছান ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের অন্য নেতারা।

Check Also

এপেক্স ক্লাব অব ভালুকা (ইউসি)এর আত্ম প্রকাশ

ভালুকা( ময়মনসিংহ )প্রতিনিধি : আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব ভালুকার যাত্রা শুরু করেছে। এ …

Leave a Reply