আসন্ন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে নির্বাচন ২০১৮ কে কেন্দ্র করে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার নির্বাহী পরিষদের সাথে এক মতবিনিময় সভা আজ সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিএফইউজে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া’র নির্বাচন কমিশনার বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমিরুল ইসলাম ও সহকারী নির্বাচন কমিশনার মাহাতাব উদ্দিন লালন জেইউকে’র সদস্যদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় আসন্ন বিএফইউজে নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করনের লক্ষ্যে নির্বাচনী আচরন বিধি নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, ইতিমধ্যে বিএফইউজে নির্বাচনে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে ভোটকেন্দ্র এলাকার পরিবেশ অনকূলে রাখতে ভোটারদের সহযোগিতা কামনা করা হয়। সভায় নির্বাচন কমিশন জেইউকের নির্বাহী পরিষদের মাধ্যমে জানান, ১. নির্বাচনকালীন সময়ে ভোটকেন্দ্রের ১শত গজের মধ্যে জেইউকে’র ভোটর নন এমন ব্যক্তির প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়। ২. ভোট গ্রহনের দিন কেন্দ্র সংলগ্ন সকল প্রচার প্রচারনা নিষিদ্ধ। ৩. নির্বাচনী বুথে সকল প্রকার ইলেক্ট্রনিকস ডিভাইস বহন সম্পূর্ন নিষিদ্ধ। ৪. গণমাধ্যম কর্মীরা নির্বাচনের সকল তথ্য দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের কাছে থেকে সংগ্রহ করতে পারবে। মতবিনিময় সভায় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন, সদস্য আখতারুজ্জামান মৃধা পলাশ, ফেরদৌস রিয়াজ জিল্লু, সাজেদুর রহমান টিটুসহ ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি ॥
Home / সংবাদ মাধ্যম / বিএফইউজে নির্বাচনকে সামনে রেখে জেইউকে নির্বাহী পরিষদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময়
Check Also
ভালুকা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি
বিজ্ঞপ্তি:- ময়মনসিংহের ভালুকায় নবগঠিত সংবাদকর্মীদের সংগঠন “ভালুকা রিপোর্টার্স ইউনিটি”র ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি …