কে. এম. রুবেল, ফরিদপুর।
ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ একটি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে সমাজ সেবামূলক সংস্থা ‘কাঞ্চন মুন্সীফাউন্ডেশন’। উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে ক্ষতিগ্রস্থ মো. মোতাচ্ছের শেখের পরিবারের মাঝে এই টিন বিতরণ করা হয়। বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলনের পক্ষে দুই বান্ডিল ঢেউটিন বিতরণ করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ। আরিফুর রহমান দোলন কাঞ্চন মুন্সীফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন আলী, গোপালপুর ইউপিযুবলীগের সভাপতি খান আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা মো. মুজাহিদুল ইসলাম নাঈম।
উল্লেখ্য গত ২২ জুন শুক্রবার আগুন লেগে কুচিয়াগ্রামের মো. মোতাচ্ছের শেখের বসতবাড়ির সবকিছুপুড়ে ছাই হয়ে যায়।
Check Also
বলতে পারেন সভ্যতার ধ্বজ্জাধারী!
সফিউল্লাহ আনসারী অসহিষ্ণু সময় আশ্রয় খোঁজে বিবেকের বাড়ি অথচ বিবেকবোধ আজ নিজেই হারিয়েছে তার পথ! …