Home / সারাদেশ / খুলনা / কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের আয়োজনে ৬ দিনব্যাপী টিসিবি প্রশিণের সমাপনী

কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের আয়োজনে ৬ দিনব্যাপী টিসিবি প্রশিণের সমাপনী

নিজস্ব সংবাদদাতা : কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের আয়োজনে ৬ দিনব্যাপী টিসিবি প্রশিণের সমাপনী অনুষ্ঠিত হয় গতকাল মঙ্গলবার। সকল বিষয় ভিত্তিক প্রশিনের ৭ম ও শেষ ব্যাচ গতকাল সমাপ্ত হয়। সাত ব্যাচের মধ্যে ইংরেজি বিষয়ে দুইটি গ্র“পে ৮০ জন করে মোট ৭টি ব্যাচে ৫৬০ জন শিক প্রশিন গ্রহণ করেন। গতকাল টিসিবি (ইংরেজী) একটি গ্র“পের প্রশিণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিা অফিসার জায়েদুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান প্রশিক হেলাল উদ্দিন, প্রশিক সাইফুল ইসলাম, ইয়াছিন আলী । উক্ত প্রশিনে কুষ্টিয়া জেলা ও উপজেলার বিভিন্ন স্কুল থেকে বিষয় ভিত্তিক শিকেরা অংশ গ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা মাধ্যমিক শিা অফিসার জায়েদুর রহমান বলেন, বিষয় ভিত্তিক শিকদের গুনগত মানোন্নয়নে প্রশিনের বিকল্প নেই। শিকরা এই প্রশিন গ্রহণ করে তা স্ব স্ব স্কুলের শিার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। এছাড়াও সমাপনী অনুষ্ঠান শেষে জেলা মাধ্যমিক শিা অফিসারের বাণী, প্রশিক ও প্রশিণার্থীদের ছবি, পরিচিতি ও মোবাইল নং সম্বলিত একটি স্মরনিকার মোড়ক উন্মোচন করা হয়।

Check Also

ভালুকায় গোসল করতে নেমে পানিতে ডুবে ১জনের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গোসল করতে নেমে পানিতে ডুবে ১জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১অক্টোবর) …

Leave a Reply