Home / সারাদেশ / চট্টগ্রাম / সিজেডএম-এর নতুন পোশাক বিতরণ কর্মসূচি

সিজেডএম-এর নতুন পোশাক বিতরণ কর্মসূচি

নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) পৌরসভা ও নদনা ইউনিয়নে প্রায় ১০১০টি পরিবারের মাঝে যাকাতের আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে তাদের জীবনমান বিকাশ ও স্বাবলম্বী করার নিমিত্তে আšতরিক ভাবে কাজ করে আসছে।
জীবনমান বিকাশের পাশাপাশি জীবিকা প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রয়েছে ‘গুলবাগিচা স্কুল’। এখানে শিশুদের বিনামূল্যে মানসম্মত শিক্ষাদানের পাশাপাশি পুষ্টি কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ০২/০৬/২০১৮ ইং তারিখে সোনাইমুড়ির পাপুয়া গ্রামে অনুষ্ঠিত হল এক অভিভাবক সমাবেশ ও নতুন পোশাক বিতরণ কর্মসূচি।
অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাইমুড়ি পৌরসভার কাউন্সিলর জনাব ফিরোজ মোল্লা, সিজেডএম-এর জীবিকা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার নূরনবী বেলাল, ফিল্ড অফিসার তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গুলবাগিচা শিক্ষিকা সালমা খাতুন।
ঈদের আগে নতুন পোশাক পেয়ে কোমলমতি শিশুদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। (খবর বিজ্ঞপ্তির)

Check Also

লক্ষ্মীপুরে আলতাফ মাষ্টার ঘাটে ভোক্তা অধিকারের অভিযান

সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের আলতাফ মাষ্টার ঘাটের …

Leave a Reply