স্টাফ রিপোর্টার :কুষ্টিয়ায় স্মাইল ইন লাইফের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্মাইল ইন লাইফের জেনারেল সেক্রেটারী ও পি.ডি মোঃ বাপ্পী’র সভাপতিত্বে গতকাল কুষ্টিয়া শহরের অভিজাত রেস্তোরা খেয়া’য় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন স্মাইল ইন লাইফের উপদেষ্টা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার,দৈনিক কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক,ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার ও বিশিষ্ট লেখক কলামিষ্ট ড. আমানুর আমান, দৈনিক কুষ্টিয়া পত্রিকার প্রধান সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী অজয় সুরেকা,দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, কুষ্টিয়া প্রেসকাবের যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান রিজুসহ কুষ্টিয়ার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠকগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্মাইল ইন লাইফ উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্ব সভায় এগিয়ে নেওয়ার লে এক ঝাঁক তরুন যুবকদের নিয়ে আসিফ ইকবাল খান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সংগঠনটি বাংলাদেশ সরকার অনুমোদিত সোস্যাল এডুকেশন অব ইকোনোমিক প্রজেক্ট(ছিপ) এর একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির নিবন্ধন নং-৩৮০/২০০১। জাতীয় জীবনে যুব সমাজের মাঝে শিার আলো ছড়িয়ে দিতে স্মাইল ইন লাইফ দেশের তিনটি জেলায় কাজ করে যাচ্ছে। এরমধ্যে দনি-পশ্চিম অঞ্চলের জেলা হিসেবে কুষ্টিয়ায় সংগঠনটি বেশকিছু সামাজিক কাজে অংশগ্রহন করে তা সুনামের সাথে শেষ করেছে। বর্তমানে বেশকিছু কাজের সাথে তারা যুক্ত রয়েছে। কুষ্টিয়া ছাড়াও ব্রানবাড়িয়া ও কুড়িগ্রামে তাদের কার্যক্রম চালু রয়েছে। স্মাইল ইন লাইফ সংগঠনটি আগামীতে বিশুদ্ধ পানীয় জলের অভাব দূরীকরনের ল্েয প্রজেক্ট তৃষ্ণা পরিচালিত করবে বলে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভায় জানানো হয়।
Check Also
রমজানের নিয়ামত_- সাহরি ও ইফতার
ইবাদতের জন্য আমরা যা করি, আল্লাহ তাতে অশেষ কল্যাণ ও বরকত দান করেন। এর মধ্যে …