Home / সারাদেশ / খুলনা / জিয়ার শাহাদাত বার্ষিকীতে নেই কেন্দ্রীয় মহাসচিব॥ ইবি জিয়া পরিষদের ক্ষোভ

জিয়ার শাহাদাত বার্ষিকীতে নেই কেন্দ্রীয় মহাসচিব॥ ইবি জিয়া পরিষদের ক্ষোভ

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব প্রফেসর ড. মো: এমতাজ হোসেন না আসায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইবি জিয়া পরিষদ। জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. এম এয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানূর রহমান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলী, জিয়া পরিষদের যুগ্ম-মহাসচিব প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রফেসর ড. নজিবুল হক, জনাব রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল গফুর গাজীসহ দুই শতাধিক শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী। দোয়া অনুষ্ঠান জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব প্রফেসর ড. মো: এমতাজ হোসেনকে দাওয়াত দেওয়া হয়। ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলীর মাধ্যমে কেন্দ্রীয় মহাসচিব দাওয়াত পেয়েছেন বলে ইবি জিয়া পরিষদের বেশ কয়েজন নেতা জানিয়েছেন। দাওয়াত পাওয়ার পরও তিনি অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইবি জিয়া পরিষদ। এছাড়াও বিষটি জিয়া পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কবির মুরাদকে মুঠোফোনের মাধ্যমে জানানো হয়েছে বলে জিয়া পরিষদ সভাপতি নিশ্চিত করেছেন। এ বিষয়ে জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান সম্পর্কে অবগত ছিলাম না। আমাকে কেউ দাওয়াত দেয়নি।’ এ বিষয়ে ইবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. এম এয়াকুব আলী বলেন, ‘জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় মহাসচিবকে দাওয়াত দেওয়ার জন্য ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলীকে দায়িত্ব দিয়েছিলাম। তিনি মহাসচিবকে দাওয়াত দিয়েছেন বলে আমাকে নিশ্চিত করেছেন। ’

Check Also

ভালুকায় গোসল করতে নেমে পানিতে ডুবে ১জনের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গোসল করতে নেমে পানিতে ডুবে ১জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১অক্টোবর) …

Leave a Reply