ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত
ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন।
রোববার রাতে উপজেলার সিডস্টোর বাজারের ঢালীবাড়ি মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শেরপুর সদরের নুর ইসলামের ছেলে মনিরুজ্জামান(৩৩) এবং জুবাইদুল ইসলাম (৩০)।
সূত্রে জানা যায়, গত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার সিডস্টোর বাজারের ঢালীর মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী ট্রাকের পেছনে ধাক্কা খায় একটি পিকআপ। এতে পিকআপের সামনে থাকা তিনজনের মধ্যে দুই জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানে মনিরুজ্জামান এবং জুবাইদুল ইসলামকে মৃত ঘোষনা করেন জরুরী বিভাগের চিকিৎসক।
ভালুকা হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক আক্তারুজ্জামান বলেন, পিকআপটি জব্দের পর তল্লাশি করে মিষ্টির প্যাকেটে তিন লাখ তের হাজার সাতশ টাকা এবং এক লাখ টাকার একটি চেক পাওয়া যায়।যা লাশের সঙ্গে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।