ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় দুই ভাইসহ তিন যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। (০৩ নভেম্বর) মঙ্গলবার তাঁদের আটক করা হয়। এর আগে তাঁদের নামে ভালুকা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিলেন উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিবুল ইসলাম। আটক কৃতরা হলেন উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বড়চালা গ্রামের মিজানুর রহমান ও তাঁর ছোট ভাই আসাদুজ্জামান আসাদ এবং একই গ্রামের মো. জাহাঙ্গীর আলম। মামলায় রাবিকুল অভিযোগ করেন, ওই তিনজন ও আরো কয়েকজনের সহায়তায় তাঁর (রাকিবুল) এবং বন্ধুদের অনেক দিন আগের ছবি ফেসবুকে অপলোড করে মিথ্যা ও আক্রমণাত্মক বক্তব্য ছড়িয়ে দিচ্ছিল। ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।