সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ভালুুকায় মানববন্ধন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ‘হবিরবাড়ী ইউনিয়নের শিক্ষার্থী বৃন্দ’ ওই মানববন্ধনের আয়োজন করেন।
উপজেলার সিডষ্টোর বাজার বাসষ্ট্যান্ড এলাকায় ওই মানববন্ধনে হ্যালো ভালুকা স্বেচ্ছাসেবী সংগঠনের এডমিন মোতাসিম বিল্লাহ রাহাত, আল কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব জিহাদী, আয়োজক রোকনুজ্জামান রানা ঢালী, আল-মাহিয়ান, স্মরন ঢালী, এ. আর. আহমেদ ইয়াসিন, আদিল মাহমুদ, মো. শ্রাবণ হাসানসহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা ধর্ষণ ও নারী নির্যাতনকারীর বিরুদ্ধে কঠোর আইন প্রনয়ন করার দাবি জানান। এছাড়া তারা ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় জড়িত সকল আসামী ও তাদের পৃষ্ঠপোষকদের অনতিবিলম্বে গ্রেফতার, বিচার ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করাসহ নারীর প্রতি সহিংসতার স্থায়ী সমাধানের দাবি জানান।