ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে “আমরা ভালুকাবাসী” ও স্বেচ্ছাসেবী সংগঠন ভালুকা ক্লাব ওই মানববন্ধনের আয়োজন করেন। ভালুকা উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধনে স্বেচ্ছাসেবী সংগঠন অভ্যুদয়, ভালুকা হেল্পলাইন, হ্যালো ভালুকা, প্রত্যয় অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন,আফতাব উদ্দিন মাস্টার, শিক্ষক ও সমাজ কর্মী শফিকুল ইসলাম খান, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, মাহমুদুল হাসান ফুরাত ও আসাদুজ্জামান সুমন, আনোয়ার হোসেন তরফদার, মামুন সরকার, মাহমুদা আক্তার, ইমন তালুকদার সাগর, সুমন খান, রিয়াদ রাহাত, মোন্তাসিম বিল্লাহ রাহাতসহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা ধর্ষণ ও নারী নির্যাতনকারীর বিরুদ্ধে কঠোর আইন প্রনয়ন করার দাবি জানান।