চমৎকার উৎসব
মুহিব্বুল্লাহ ফুয়াদ
শাপলা ভরা বিল
উড়ন্ত গাঙচিল
সাদা মেঘের ভেলায় হাসে
স্বচ্ছ আকাশ নীল
কত্তো রকম ফুল
বাঁকা নদীর কূল
বকের সারি পাতিহাঁস’ও
করছে হুলুস্থুল
দোয়েল বাবুই পাখি
ধানের মাখামাখি
ফুলের ঘ্রাণে আকুল প্রাণে
মধুর ডাকাডাকি
সবুজ ঘাসের পাতা
কোলাব্যাঙের ছাতা
টেংরা পুটি নদীর কূলে
ভাসায় তাদের মাথা
দস্যি ছেলের সব
গানের কলরব
লাগছে দারুণ শরৎ রানীর
চমৎকার উৎসব।