স্টাফ রিপোর্টার -:রেস্টুরেন্ট পচাঁ বাসি খাবার সংরন ও তা বিক্রির দায়ে ৪ রেস্টুরেন্ট মালিককে সর্বমোট ৪১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরন অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়। গতকাল সোমবার সকালে নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে অভিযুক্ত রেস্টুরেন্টে অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরন অধিদপ্তর কুষ্টিয়ার’র সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় রেস্টুরেন্ট গুলোতে পচাঁ বাসি খাবার সংরন,বিক্রয়,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী ও বিক্রয়ের দায়ে
ভোক্তা অধিকার সংরন আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক শহরের বকচত্বরে অবস্থিত ডাইন ডিভাইন নামক রেস্তোরার মালিককে ২০ হাজার টাকা, মুঘল কুইনিজ রেস্তোরাকে ৫ হাজার টাকা, শহরের বড়বাজার এলাকায় অবস্থিত আরআর ইন্ডাষ্ট্রির মালিককে ৮ হাজার টাকা এবং আরবি ইন্ডাষ্ট্রির মালিককে ৮ হাজার টাকাস জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরন অধিদপ্তর কুষ্টিয়ার’র সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, আগের দিনের বাসি ইফতার সামগ্রী বিক্রির উদ্দেশে রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরন আইন অনুসারে অভিযুক্ত প্রতিষ্ঠান গুলোকে জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় সিভিল সার্জনের প্রতিনিধি তাজ উদ্দিন, বাজার কর্মকর্তা প্রতিনিধি, চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেমসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Check Also
ভালুকায় নৃ-তাত্বিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ
ময়মনসিংহের ভালুকায় বিশেষ এলাকার জন্য সহায়তা প্রকল্পের (পার্বত্য চট্রগ্রাম ব্যাতিত) ২০১৮-১৯ অর্থ বছরের ক্ষুদ্র নৃ-তাত্বিক …