কাক ও কোকিল
কাকের বাসায় কোকিল হবার সাধ ছিলনা কভু কারো চোখে সেই উপমা হতে হয় রে তবু।
বুঝিনি তো এত ঋণ যে হয়ে আছে জমা, তাই তো বলি, এই অধমকে করে দিয়ো ক্ষমা।
কথা দিচ্ছি আর হবোনা তেমন উদাহরণ, ওই আঙিনায় আর যাবোনা হলেও মনে ক্ষরণ।
নিষ্ঠার সাথে কোকিল যদিও মধুর সুরে ডাকে, জবাবে কাক কর্কশ স্বরেই নিন্দা করে তাকে।