আমার বাংলাদেশ
বন-বাঁদার নদী পাহাড় সবুজের নেই শেষ, সে যে আমার স্বপ্নে ঘেরা সোনার বাংলাদেশ। লতা পাতা গাছগাছালী নির্মল পরিবেশ, সে যে আমার সবুজ শ্যামল সোনার বাংলাদেশ। নদীর কলতান পাখির গান ফুলের সমাবেশ, সে যে আমার মাতৃভূমি সোনার বাংলাদেশ। রবীন্দ্র নজরুল জসীম উদ্দিনের সুরের আবেশ, সে যে আমার প্রাণের প্রিয় সোনার বাংলাদেশ। শিশুর হাসি মায়ের খুশী আদরের নেই শেষ, সে যে আমার ভালবাসার সোনার বাংলাদেশ।