বিকেলের পাঠ
ফুল আছে পাখি আছে শিশিরের জল, প্রজাপতি পাখা মেলে রুপ ঝলমল! ছায়া আছে মায়া আছে সবুজের নদী, পাতায় পাতায় রোদ,হাঁটে নিরবধি। দখিনা বাতাস আছে অফুরান সুখ, পাঁপড়িতে আঁকা যেনো শিশুদের মুখ। হঠাৎ বনের পাশে দেখে মা,র ছবি, মনের পকেটে ভরে সবুজের কবি। শিশুমন খুঁজে তবু স্বপ্নের সিঁড়ি, বিকেলের পাঠ শেষে মা,র কাছে ফিরি।