Home / সাহিত্য / আমারবাংলা ভার্চুয়াল সংখ্যা -২০২০ / জাহান আশরাফ’র দু’টি কবিতা

জাহান আশরাফ’র দু’টি কবিতা

এবং যুদ্ধ
যদি মেরে ফেলার সুযোগ পাও মেরে ফেল এক ঝটকায়; ইঁদুর-বিড়াল খেলা বড্ড বীভৎস লাগে। টোপ গিলে ঝুলে যাওয়া মাছ ক্ষুধা,তৃষ্ণায় যতবার তড়পায়; ঠিক ততবার বিমর্ষ হই! তার‘চে বরং কারেন্ট জাল বিস্তার কর। ক্রমাগত বিশ্বাস জিইয়ে রাখে, যার নাগরিক প্রাপ্তিরেখায় শূন্য রাষ্ট্র তাকে মৃত্যুদণ্ড দাও; নতুবা ডেকোনা আর যুদ্ধে। নিজগৃহে যে পরবাসী মন- লোভ করচায় বন্দী শিকল ভুল; বরং নাটাই ছেড়ে দাও- তার মুক্ত বিহঙ্গ সত্তা, লাশের ছায়ায় কেবল পৃথিবীর ছাপ।
এরপর হতে খবর মিলেনি আর
ঘুরে কত পথ! বেহিসাবি পথ। মুখোমুখি মৃত্যুর দ্বার;আত্মসমর্পণ। ফ্যাল ফ্যাল তাকিয়ে দৃষ্টিপথ;কতকের কান্নার রোল অনিশ্চিত পথে-নিশ্চিত যাত্রায় মুসাফির যেন গড়ে মাকড়সা জাল;অন্যের বিভ্রম। এতো ছিল মায়া! পায়নি-তো ছায়া অভাগায় জীবনের কাছে নয়া জীবনের তিক্ত পরিহাস ভুল সমীকরণে সময়ের যেরে নিঃস্বতা ফল। যে হাতের ছোঁয়ায় স্বপ্নের জগত পেরিয়ে কঙ্কট পথ সায়রের ছোঁয়ায় অন্তরীপ সময়ের ব্যবধানে কতটা দূর; যতটা দূরে এক মহাকাল বাস! মিথ্যে বাহাসে ঝলমল রঙিন ছায়াছবি ধীরে ধীরে রঙ ঝলসে ধূসর ধীরে ধীরে কালোতে বিলীন; এরপর হতে খবর মিলেনি আর!

Check Also

কবিতা

খুঁজি তোমায়_সফিউল্লাহ আনসারী তোমায় নিয়ে স্বপ্ন দেখা খুঁজি মনের মিল, দু’চোখ জুড়ে কত্তো স্বপন আনন্দ …