জীবন্ত কবিতা
আর যদি সব ঠিক থাকে সময়টা যদি আপন হয়, তাহলে প্রতিদিন সকালে পঠিত হবে সুন্দর একটা জীবন্ত কবিতা। একফালি হাসিতে উদিত হবে পুবের আকাশ কখনো কালো মেঘ কখনো শ্রাবনের রৌদ্রøাতে হবে পার একটা পড়ন্ত বিকাল বেলাশেষে হবে পাঠ একটা কবিতা অপেক্ষা আর আহøাদী বামাশ্বর ধ্বনীতে জুড়াবে হৃদয়; হৃদয়ের টানে। যদি সময়টা আপন হয় বুঝে নিবো জীবন আর কবিতার মানে।
দুরুক্ত ক্ষণ
কে জানতো বলুন? হঠাৎ একটা হায়না এসে তাজা তাজা হাজার স্বপন ভাসিয়ে নিয়ে যাবে হেসে হেসে। আজ শুধু একটা শুন্যতা নিস্তব্ধ পৃথিবীর বুকে যুবা খোঁজে উড়ে বেড়ানোর স্বাধ পাখা আছে ডানা আছে কিন্তু
উড়বার শক্তি নাই-সাহস নেই। আজ একটা শুন্যতায় ক্ষত জীবনের মানে;বাঁচার মানে অজানা পথে চলছে অরুণ গন্তব্য কোথায় তরুণ কী জানে?