Home / সাহিত্য / আমারবাংলা ভার্চুয়াল সংখ্যা -২০২০ / মৃধা আলাউদ্দিন‘র দুটি কবিতা

মৃধা আলাউদ্দিন‘র দুটি কবিতা

আমার সুখগুলো…

তুষার খণ্ডিত লাল-নীল, ঝলমলে মোহময় রাতে আমি ভেসে যাই নীলনয়নার মাতাল নৃত্যে শাওন অথবা বৃষ্টির বেখেয়ালি বাতাসে বাইরে-বারান্দায়… পুড়তে থাকি পূর্ণিমা বা অসম রোদে। অথচ- একদিন প্রবল বিশ্বাসের মতো আমার সুখগুলোর আশ্রয় ছিল প্রিয়ার আঁচলে- শুভ্র-শান্তির অভয়ারণ্যে।

জীবনে অনেক মেঘ

আমার জীবনে অনেক মেঘ যার কোনো গ্রামঘর, শহর নেই আছে বেদনা ও ক্লেদ-কুসুমেভরা কিছু রঙহীন কষ্টের মিছিল। একদিন বৃষ্টির রসায়নের আমরা ভিজেছিলাম জলজ আয়নায়- সমুদ্রে ভেসেছিল আমাদের শরীর হলুদ-নীল, রঙিন প্রজাপতির গালিচার মতো কোনো এক স্বপ্নের আনমনে- আবেশে। আমরা হারিয়েছিলাম প্রান্তরের শেষে, নীল দিগন্তে সীমানাহীন শিশির শাওন অথবা সঘন ষড়ৈশ^র্যের পথে। অথচ এখন আমার জীবনে অনেক মেঘ আমার কোনো গ্রামঘর, শহর নেই- শহর।

Check Also

কবিতা

খুঁজি তোমায়_সফিউল্লাহ আনসারী তোমায় নিয়ে স্বপ্ন দেখা খুঁজি মনের মিল, দু’চোখ জুড়ে কত্তো স্বপন আনন্দ …