প্রতিবাদ কবিতা
তোমার হাত দুটি কঠিন কর জালিমের তরে মাজলুমের সাথে আজ বাড়াও তুমি সখ্যতা দেশে দেশে নিপীড়িত নিগৃহীত হচ্ছে যারা তাদের জন্য তুমি বাড়াও নিজের দক্ষতা। মানুষ নামের অমানুষ যারা এই দুনিয়াতে পুষ্প কোমল হৃদয়ে জায়গা দাও গো তোমাতে ভালোবাসার বাহুডোরে জড়িয়ে নিয়ে তাই তাদের থেকে তাড়াও মনের কালিমা রুক্ষতা। বারবার ডেকে যাও হও আগুয়ান সবে আজ তাদেরকে মানুষ করাই আমাদের মূল কাজ দুহাত বাড়িয়ে কাছে টেনে নিয়ে রাখো আগলিয়ে সোনার মানুষ হলেই পূর্ণ হবে লক্ষ্যটা। এতো কিছুতেও না যদি ফিরে চালাও অভিযান জালিমের হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও দালান চুপ থাকা আর নয় উঠে দাঁড়াও সামনে চল প্রতিবাদ গড়ে তোলো বাড়াও নিজের দক্ষতা।
প্রিয় মল্লিক
সুন্দর স্বপ্নীল গড়তে জগৎ যার গানে আলোকিত চতুর্দিক সেতো আমাদের বাতিঘর দুনিয়ার নাম তার সবার প্রিয় মল্লিক। আঁধার কালোর ঘোরটা কাটাতে যিনি গানে দিয়েছেন কন্ঠ নিত্যদিনই লাল সবুজের দেশে কালিমার সুর ছড়িয়ে দিলেন যে তিনি সকল দিক। অপসংস্কৃতির গতিপথ থামাতে এই দুনিয়ায় স্বর্গীয় সুখ নামাতে আনতে ভোর কাটাতে ঘোর দুনিয়ায় কাজ করে গিয়েছেন তিনি নির্ভীক। প্রাণে প্রাণে সুর আহা কী সুমধুর ভুলিনি তোমায় আমি চলি যতদূও স্বর্গীয় সুখ তোমার কবরে নামুক নূরের তাজাল্লি গোরে দিক ঝিলিক।