গ্রহণকাল
আগে যদিও লাগত গ্রহণ
সূর্য এবং চাঁদে,
এখন দেখি লাগে গ্রহণ
স্বপ্ন এবং সাধে।
ফুলে গ্রহণ ফলে গ্রহণ
গ্রহণ এখন পাতায়,
দিনে গ্রহণ রাতে গ্রহণ
গ্রহণ কবির খাতায়।
ডানে গ্রহণ বায়ে গ্রহণ
গ্রহণ মিথ্যা-সাচায়,
গ্রহণকাল এখন যে তাই
বড় কষ্ট বাঁচায়।
বিশ্বজনীন মুজিব
মুজিব শুধু বাঙালির নন
মুজিব সারা বিশ্বের,
কৃষক-শ্রমিক,কামার-কুমার
ধনী-গরিব-নিঃস্বের।
ভৌগলিক সব সীমারেখা
উষ্ট্রে করে চুর্মার,
বিশ্ব জুড়েই স্বাধীনতার
স্বপ্ন বিলান দুর্বার।
মাতৃভূমি,মাতৃভাষা
করতে হলে উদ্ধার,
যে ভয়ানক অস্ত্র লাগে
মুজিব সেটার পোদ্দার।
ভীরু,ভীতুর বক্ষ থেকে
দূর করে সব শঙ্কা,
মুক্তিযুদ্ধে করতে সামিল
মুজিব মহান ডঙ্কা।
কুকুরদেরে মুগুর মারায়
মুজিব ভীষণ দক্ষ,
সত্যপ্রেমী সবাই নেয় তাই
শেখ মুজিবের পক্ষ।
অন্ধকারের বক্ষ চিরে
আনতে আলোর তুর্য,
মুজিব হলেন বিশ্বজনীন
দেদীপ্য এক সূর্য।