ফিরে আসো নীল
—————
কপাল গুনে পেয়েছিলাম তোমাকে কিন্তু ভাগ্য বড় র্নিমম অসহায়, ভাগ্য দোষে আজ তোমাকে হয়তো হারাতে বসেছি আমি। আজ জানতে বড় ইচ্ছে হয় কি ছিল আমার অপরাধ, কেন আজ ভাগ্য নামের বেড়াজালে বন্দি হয়ে আছি আমি। নীল… তুমি কি পারোনা আবার সমস্ত ভুলের অবসান ঘটিয়ে আমার কাছে ফিরে আসতে পারিনা কি সব ভুলে নতুন করে শুরু করতে। নীল…. আমি জানি তুমি ইচ্ছে করলেই পারো সেটা তোমাকে দিয়ে সম্ভব, তাতে করে আমাদের ক্ষতিত নেই বরং আমরা অনেক বেশি ভাল থাকবো। প্লিজ ফিরে আসো..!