Home / সাহিত্য / আমারবাংলা ভার্চুয়াল সংখ্যা -২০২০ / মোজাম্মেল হোসেন‘র দু’টি কবিতা

মোজাম্মেল হোসেন‘র দু’টি কবিতা

বন্ধু আমার

মাটি তার বুক চিরে কি মায়ায় প্রস্ফুটিত করে সদ্য অবয়ব চেতন বা অবচেতন মনে বিদ্ধ হয়েছে কি কখনও? ধীরে ধীরে বেড়ে উঠা একদা প্রকান্ড মহীরুহ দেখেছ কখনও আস্ফালন? শান্ত নির্মলতায় অকাতরে বিলায় মৌলিক নিশ্চয়তা বেঁচে থাকার তবুও নিষ্ঠুরতার স্বাক্ষর রাখি আমরা পরখ করি তীক্ষ্ম ফলার ধার কে আছে এমন বন্ধু বল জীবনের সাথে চলিবার।

দুঃখ
দুঃখ পেওনা বন্ধু ভুলে ভরা এই সময়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে ঘুনপোকা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে বুদ্ধিজীবীর মগজ চাকুরিজীবীর সততা খেলোয়াড়ের নৈতিকতা শিক্ষাগুরুর শিক্ষা দেশ নেতৃত্বের নীতিবোধ শিল্পমালিকের বিবেক শ্রমিকের গর্ববোধ চিকিৎসকের ন্যায়পরায়নতা দুঃখ পেওনা বন্ধু।

Check Also

কাঁশবনে মন_ সফিউল্লাহ আনসারী

  তোমার যতো ধবধবে রং রাঙিয়ে দিতে আমায় দিও, কাশবনের হাওয়ায় তুমুল ভাবনাতে মেঘ ভরিয়ে …