Home / সাহিত্য / লুৎফর চৌধুরী’র দুটি কবিতা

লুৎফর চৌধুরী’র দুটি কবিতা

নীলকন্ঠী
*

তোমার বিস্তৃত ছলনাজালে অবধূত পাংগু পাণ্ডবে।
মায়াবী চাঁদ আজ ললজ্জাবনত
ফুলের সুগন্ধ চলে গেছে ভিনদেশে। বিবর্ণ উর্বশী ধরণী।
জলভরা মেঘের চুমু এখনও
নামছে দেখো শালদহের আবর্তে। লবণদহ দেখো একদিন
ঠিকই তোমাকে পোড়াবে।

এইসব দিনরাত্রি
*

শশ্রুমন্ডিত চিরতারুণ্য
হেঁটে যায় কৃষকের আলপথ
ধরে। নগরে বসন্ত আসে ঘাসফড়িং নিয়ে। পৌষী তোমার
কুয়াশার চাদর ঝুলে থাকে
মশারীর মতো। সাগরসঙ্গমে
পতিত হয় নদীর বিহঙ্গগীতি।
ভালোবাসি প্রিয়জন, ধ্রুবতারা,
রাতের আকাশ, এইসব দিনরাত্রি।

Check Also

কাঁশবনে মন_ সফিউল্লাহ আনসারী

  তোমার যতো ধবধবে রং রাঙিয়ে দিতে আমায় দিও, কাশবনের হাওয়ায় তুমুল ভাবনাতে মেঘ ভরিয়ে …