শরৎ আমার অরূপ আলোর অঞ্জলি ‘ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি : ‘শরৎ আমার অরূপ আলোর অঞ্জলি’ প্রতিপাদ্যে ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮আগষ্ট) বিকেলে রোদ-বৃষ্টির খেলায় পড়ন্ত বিকেলে সাহিত্যমোদি সুধীজনের আনন্দঘন অংশগ্রহণে মবিসাপ এর সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম নাজিমের প্রাণবন্ত সঞ্চালনায়, বিদগ্ধ কবি মাহমুদ আল মামুনের সভাপতিত্বে এই আয়োজনে আলোচক হিসেবে শরতের রূপ-মাধুরি নিয়ে আলোচনা করেন কবি ছড়াকার সফিউল্লাহ আনসারী।
কবিতা পাঠে স্বপ্রতিভ অংগ্রহন করেন- কবি বিল্লাল মাহমুদ’ মানিক, কবি ও বাচিক শিল্পি আমজাদ শ্রাবণ, কবি আলমাস হোসাইন শাজাসহ কবি-ছড়াকার ও সাহিত্যমোদি।
আলোচক ও সভাপতি শরৎ বন্দনায় মেতে থাকেব অনুষ্ঠানের পুরোটা সময়।