ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানার মা প্রয়াত সালেহা হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ভালুকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা ধাইরাপাড়া বড় মসজিদে ভালুকা উপজেলা ছাত্রদল নেতা খোরশেদ আলম ইমনের আয়োজনে ওই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হামিদ কারী, উপজেলা শ্রমিকদলের সভাপতি মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা জহির রায়হান, ছাত্রদল নেতা খোরশেদ আলম ইমনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানার মা প্রয়াত সালেহা হক মৃত্যুবরণ করেন।