ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতার জীবনী ও বাংলাদেশের স্বাধীনতার জন্য যে তার অসীম অবধান সে সম্পর্কে আলোচনা করা হয়। এবং বঙ্গমাতার জন্মদিনে অসহায় ৬ জন নারীকে শেলাই মেশিন প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন।