ওমর ফারুক তালুকদার, প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলা রিপোর্টার্স ইউনিটি’র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। ৭ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় সিটি গার্ডেন-২ রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভালুকা রিপোর্টার্স ইউনিটি’র আহবায়ক মাহমুদুল হাসান ফোরাত’র সভাপতিত্বে সদস্য সচিব আনোয়ার হোসেন তরফদার’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভালুকা উপজেলা রিপোর্টার্স ইউনিটি’র ট্রাস্টি ও চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার (পলিটিক্যাল এ্যফেয়ার্স) জোনায়েত শাহরিয়ার খান। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন প্রমুখ।